Wellcome to National Portal
Text size A A A
Color C C C C

সর্ব-শেষ হাল-নাগাদ: ৫ সেপ্টেম্বর ২০১৯

প্রকল্প সারমর্ম

চলমান প্রকল্প:

প্রকল্পের নাম ন্যাচারাল  গ্যাস ইফিসিয়িন্সি প্রকল্প [কেজিডিসিএল এর জন্য প্রিপেইড মিটার স্থাপন]
প্রকল্পের উদ্দেশ্য টেকসহ অর্থনীতিতে অবদান রাখার লক্ষ্যে প্রাকৃতিক গ্যাসের সরবারহ এবং যথাযথ ব্যবহার এই প্রকল্পের উদ্দেশ্য। এই প্রকল্পের মাধ্যমে কেজিডিসিএল এর আওতাভুক্ত এলাকায়  ৬০,০০০ আবাসিক প্রিপেইড মিটার  স্থাপন করা হবে।
প্রকল্পের অর্থায়ন জিওবি, জাইকা, কেজিডিসিএল।
প্রকল্পের  আওতাধীন  এলাকাসমূহ চট্টগ্রামের ষোলশহর, নাসিরাবাদ, খুলসি, লালখান বাজার,চাঁদগাও, হালিশহর, আন্দ্রকিল্লা, কাজিরদেউরি, চকবাজার,পাঁচলাইশ এলাকা।
প্রকল্প বাস্তবায়ন কাল জুলাই ২০১৪ হতে জুন ২০১৮

 

প্রকল্পের নাম মিররসরাই অর্থনৈতিক অঞ্চলের জন্য গ্যাস পাইপ লাইন নির্মাণ প্রকল্প।
প্রকল্পের উদ্দেশ্য টেকসহ অর্থনীতিতে অবদান রাখার লক্ষ্যে মিররসরাই অর্থনৈতিক অঞ্চলের  শিল্প গ্রাহকের গ্যাস সরবারহ করার জন্যে ২০০ এমএমএসসিএফডি গ্যাস সরবারহ এবং বিতরন।

 

এই লক্ষ্যে  ১৬″φ x ১০৫০ পিএসআইজি x ১১ কিঃমিঃ ট্রান্সমিশন পাইপ লাইন এবং ১৬″φ  x ৩৫০ পিএসআইজি x ৬ কিঃমিঃ ডিষ্ট্রিবিউশন পাইপ লাইন , ২০০টি এমএমএসসিএফডি ক্ষমতা সম্পন্ন্  সিটি গেইট ষ্টেশন (সিজিএস) এবং ০২টি এইচপি-ডিআরএস (প্রতিটি ৫০ এমএমসিএফডি) নির্মাণ করা হবে।

প্রকল্পের অর্থায়ন কেজিডিসিএল এর নিজস্ব অর্থায়ন।
প্রকল্পের  আওতাধীন  এলাকাসমূহ মিররসরাই, চট্টগ্রাম।
প্রকল্প বাস্তবায়ন কাল জানুয়ারী, ২০১৭ হতে ডিসেম্বর, ২০১৯।

 

প্রকল্পের নাম কর্ণফুলী গ্যাস ডিষ্ট্রিবিউশন নেটওর্য়াক আপগ্রেডেশন  প্রকল্প।
প্রকল্পের উদ্দেশ্য  

বৃহৎ এবং শিল্প গ্রাহক কে বিপুল পরিমাণে গ্যাস সরবারহের লক্ষ্যে  কর্ণফুলী গ্যাস ডিষ্ট্রিবিউশন কোম্পানী লিমিটেড এর বর্তমান  নেটওর্য়াকের ক্ষমতা ৩৫০ এমএমএসসিএফডি হতে ৫০০ এমএমএসসিএফডি তে উন্নীত করন।

দ্রুত নেটওর্য়াক বৃদ্বির  লক্ষ্যে  ২৪″φ x৩৫০ পিএসআইজি x ২.৫০ কিঃমিঃ ট্রান্সমশিন পাইপ লাইন এবং ১০″φ  x ১৫০পিএসআইজি x ১৬কিঃমিঃ  ডিষ্ট্রিবিউিশন পাইপ লাইন , ০১ টি ২০০এমএমএসসএিফডি ক্ষমতা সম্পন্ন টিবিএস  এবং ০৭টি ডিআরএস  নির্মাণ করা হব।

প্রকল্পের অর্থায়ন কেজিডিসিএল এর নিজস্ব অর্থায়ন।
প্রকল্পের  আওতাধীন  এলাকাসমূহ আনোয়ারা এবং চট্টগ্রাম মেট্রোপলিটন এলাকা।
প্রকল্প বাস্তবায়ন কাল জানুয়ারী, ২০১৭ হতে ডিসেম্বর, ২০১৯।