প্রকল্পের নাম |
এক্সপ্লোরেশন এন্ড প্রোডাকশন ক্যাপাসিটি বিল্ডিং অব বাপেক্স (কেজিডিসিএল অংশ) |
প্রকল্পের উদ্দেশ্য |
সেমুতাং গ্যাস ক্ষেত্রের গ্যাস কেজিডিসিএল এর রিং-মেইনে সরবরাহের জন্য ১০ ইঞ্চি ব্যাসের ৬৫ কিঃমিঃ পাইপ লাইন নির্মাণ করা হয়েছে। কেজিডিসিএল এর জনবলকে গ্যাস বিতরণ ও সঞ্চালনের উপর প্রশিক্ষণ প্রদান করা হয়েছে। |
জনকল্যাণে ভূমিকা | সেমুতাং গ্যাস ক্ষেত্রের গ্যাস কেজিডিসিএল নেটওয়ার্কে গ্রহণের ফলে অধিক সংখ্যক গ্রাহককে গ্যাস সরবরাহ করা সম্ভব হয়েছে। |
প্রকল্প বাস্তবায়ন কাল | জুলাই ২০০৮ হতে জুন ২০১৩ |
প্রকল্পের নাম |
ন্যাচারাল গ্যাস ইফিসিয়িন্সি প্রকল্প [কেজিডিসিএল এর জন্য প্রিপেইড মিটার স্থাপন] |
প্রকল্পের উদ্দেশ্য |
টেকসহ অর্থনীতিতে অবদান রাখার লক্ষ্যে প্রাকৃতিক গ্যাসের সরবারহ এবং যথাযথ ব্যবহার এই প্রকল্পের উদ্দেশ্য। এই প্রকল্পের মাধ্যমে কেজিডিসিএল এর আওতাভুক্ত এলাকায় ৬০,০০০ আবাসিক প্রিপেইড মিটার স্থাপন করা হয়েছে। |
জনকল্যাণে ভূমিকা | চট্টগ্রাম মহানগরী এলাকার গৃহস্থালী পর্যায়ে ব্যবহৃত গ্যাসের অপচয় রোধের মাধ্যমে সিস্টেম লস হ্রাসকরণ এবং গ্যাসের কার্যকর সরবরাহ ও ব্যবহারের মাধ্যমে বাংলাদেশের টেকসই অর্থনৈতিক প্রবৃদ্ধিতে সাহায্য করছে। |
প্রকল্প বাস্তবায়ন কাল | জুলাই ২০১৪ হতে অক্টোবর ২০১৯ |
প্রকল্পের নাম |
মীরসরাই অর্থনৈতিক অঞ্চল-এর জন্য গ্যাস পাইপ লাইন নির্মাণ ও কেজিডিসিএল গ্যাস বিতরণ নেটওয়ার্ক আপগ্রেডেশন প্রকল্প। |
প্রকল্পের উদ্দেশ্য |
কেজিডিসিএল এর গ্যাস নেটওয়ার্কের সক্ষমতা দৈনিক ৩৫০ মিলিয়ন ঘনফুট হতে দৈনিক ৫০০ মিলিয়ন ঘনফুটে উন্নীত করা হয়েছে।মীরসরাই অর্থনৈতিক অঞ্চলে গ্যাস সরবরাহ ও কেজিডিসিএল নেটওয়ার্কে এলএনজি গ্রহণের সক্ষমতা অর্জনের জন্য ৪৮.৯৮ কিঃমিঃ পাইপ লাইন নির্মাণ, ০১টি সিজিএস, ০৫টি এইচপি-ডিআরএস ও ০৪টি আইপি- ডিআরএস স্থাপন করা হয়েছে। |
জনকল্যাণে ভূমিকা |
এলএনজি গ্রহণের মাধ্যমে অধিক সংখ্যক গ্রাহককে গ্যাস সরবরাহ করা সম্ভব হচ্ছে এবং মীরসরাই অর্থনৈতিক অঞ্চলে গ্যাস সরবরাহ করার ফলে নতুন নতুন কল-কারখানা গড়ে উঠছে ও কর্মসংস্থান সৃষ্টি হচ্ছে। |
প্রকল্প বাস্তবায়ন কাল | মে ২০১৭ হতে ডিসেম্বর ২০১৯ |